1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

সুবর্ণচরের প্রাচীন সড়কটি “বি” ক্যাটাগরীর কেন?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

সুবর্ণচরের প্রাচীন সড়কটি “বি” ক্যাটাগরীর কেন?

নোয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অন্তর্ভুক্ত সুবর্ণচর উপজেলার চরজুবিলীর আটকপালিয়া বাজার থেকে সোনাপুর-চরজব্বার সড়ক পর্যন্ত ৪(চার) কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি উপজেলার একটি প্রাচীন সড়ক। আবদুল সালাম সড়ক নামে পরিচিত এ সড়কটি হুকু সওদাগর বাড়ীর পশ্চিম পাশ দিয়ে জুবিলী মার্কেট হয়ে আটকপালিয়া বাজারে সংযুক্ত হল। সড়কটির কোড নং ৪৭৫৮৯৫০৭৪।

এবিষয়ে, মোহাম্মদ সহিদুল্লাহ বাচ্চু বলেন, সুবর্ণচর  উপজেলার ৬টি উপজেলা সড়ক, ১৩টি ইউনিয়ন সড়ক আর গ্রামীন সড়কের ১৩৬টি রয়েছে এ-ক্যাটাগরীর এবং ১৭৮টি রয়েছে বি-ক্যাটাগরীর। ১৯৬০-৬৫তে সোনাপুর-চরজব্বার সড়কটিকে সোজাভাবে আটকপালিয়া বাজারের সাথে সম্পৃক্ত করতে স্থানীয় হুকু সওদাগর বাড়ীর পুর্বপাশের জায়গা অধিগ্রহন করেই সড়কটি নির্মান করে সরকার। পুরাতন সড়ক হিসেবে আবদুল সালাম সড়ক দিয়েই বাস, টেক্সি-টেম্পু চলাচল করত। দুর্ভাগ্যের বিষয়, স্থানীয় নেতৃত্বের অদুরদর্শিতা ও কর্তৃপক্ষের অবহেলার কারনে এ প্রাচীন ও স্থানীয় জনগণের চলাচলের গুরুত্বপূর্ন সড়কটি গ্রামীন সড়কের বি ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত হয়েছে বলে অনেকে মনে করে।

এ বিষয়ে সহিদুল্লাহ বাচ্চু আরো বলেন, চার কিলোমিটার দৈর্ঘ্যের প্রাচীন এ সড়কটি প্রশস্তকরন করত আটকপালিয়া বাজারের পশ্চিম বাইপাস সড়ক হিসেবে সড়ক ও জনপথ বিভাগের অন্তর্ভুক্ত করা এখন জনদাবিতে পরিনত হয়েছে। স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবক ও জনপ্রতিনিধিসহ সকলে এখন এ বিষয়ে সোচ্চার। মাননীয় পরিকল্পনামন্ত্রী এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী, স্থানীয় সাংসদ ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করে জনস্বার্থে এ সড়কটি সড়ক ও জনপথ বিভাগে অন্তর্ভুক্ত করে আটকপালিয়া বাজার পশ্চিম বাইপাস হিসেবে ব্যবহার উপযোগী করতে।

জনস্বার্থে: মোহাম্মদ সহিদ উল্লাহ বাচ্চু

চরজুবিলী, সুবর্ণচর, নোয়াখালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট