খুব গরীব হতে পারি,
কিন্তু
ফেসবুকে আছি।
টাকা, সমর্থক না থাকুক
কিন্তু
রাজনৈতিক মন আছে।
ভীষন অভাবী হতে পারি
কিন্তু
আত্মসম্মানবোধ আছে।
পূরণের কোন উপায় আছে কি না জানিনা
কিন্তু
মানবিক সেবামূলক কাজের সাথে আরো স্বপ্ন আছে।
পারবো কি পারবো না সেটা বড় কথা না
কিন্ত
কোন সমস্যা এড়িয়ে না যাই।
যতই কষ্টে থাকি না কেন
কিন্তু
অসৎ হতে না চাই।
ঘাটতি থাকতে পারে
কিন্তু
দৃঢ থাকতে চাই।
কারোর প্রতি কঠোরতা না
কিন্তু
চেনা নষ্ট ভ্রষ্টে সঙ্গ না ।
যারপরনাই চেষ্টায় প্রতিনিয়ত কাজ করে যাই
কিন্তু
অনিচ্ছায় ভুল কিছু থাকলে সেটাও শোধরায়ে যাই
শোধরাতে চাই।
মন্তব্য ঘরে লিখেনা,
মেসেজে যে কেউ জানাতে দয়া হোক।
পরিশুদ্ধ জীবন চালনায় সুন্দর আগামীর প্রত্যাশায়
আল্লাহ পাকের দয়ায় মানুষের মতামতেও আমি শ্রদ্ধা জানাই,তাইতো মেসেজ চাই।
মেসেজ কত শক্তিমান শিক্ষনীয়
তথ্য ভান্ডার সমৃদ্ধ হয়।
পথ চলায় পথরেখা হয় ।
একটা বিষয় নিয়ে জানতে চেয়ে গত সপ্তাহে মেসেজ আহবান করে, যা জেনেছি ঐ বিষয়ে বাকী জীবনে এই জনপদের জন্যে আর জানতে দরকার হবে না।
তাইতো আজ শুধু নিজের বিষয়ে মেসেজ আহবান করছি।
মানুষ নিয়ে ছিলাম, আছি,এবং মানুষের মাঝে মরতে চাই।
সে মানুষ আমার যাপিত জীবনে কি ভুল শুদ্ধ বা কি আশা করেন?
সেটা আমি মেসেজ তো আশা করতেই পারি তাই না?