পরাধীন চাকরিজীবী🥱
বিবাহিত চাকরিজীবী মহিলাগণ ততক্ষণ পর্যন্ত স্বাধীন নয় যতক্ষণ পর্যন্ত তাদের বাসায় একজন বিশ্বস্ত সাহায্যকারী নিশ্চিত না হয়। আমার সাহায্যকারীদের ছুটি এখনো শেষ হয়নি, কোর্ট এখনো খুলে নাই তবে আজকে চেম্বারের জমে থাকা কাজ করার জন্য দশটায় চেম্বারে যাব বলে জরুরী ফাইলগুলো ক্লার্ককে রেডি করতে বলে সেই আমি সংসারের আংশিক কাজ করে বাকি কাজের দায়িত্ব বাপ ছেলেকে অর্পণ করে চেম্বারে পৌঁছালাম বারোটায়। চেম্বারে গিয়ে জমে থাকা কাজ দেখে মাথায় হাত আর বাসায় এসে বাপ ছেলের এত এত কাজ করার বর্ণনা শুনে আমি বিরক্ত হলেও শান্ত আছি🙏🏼 কারণ এই দুঃসময়ে ছেলের বাপ আমাকে সাহায্য করার জন্য অফিস থেকে ছুটি নিয়েছেন( সাহায্য করেছেন নাকি কাজ বাড়িয়ে দিয়েছেন সেই বিতর্কে নাইবা গেলাম 😁),
মানেন না ?? তবে শুনেন, সংসারে মহিলাদের কাজগুলো আমরা দৃশ্যমান যত বেশি দেখি তার চেয়ে বেশি থাকে অদৃশ্যমান কাজ যেগুলো তাৎক্ষণিক তৈরি হয় আর এতগুলো কাজ একজন গৃহিনীর একহাতে সামলানো অনেক কঠিন তাই দিন শেষে এসব কাজের স্বীকৃতি বা সহানুভূতি জানাতে না পারেন।
উল্টো, সারাদিন কি এমন কাজ করেছো? বলবেন না প্লিজ। কারণ এই উক্তি আহত সৈনিককে নিহত করে ফেলার মত 😭 আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন