1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

তানভীর ইরাকের সময়োপযোগী দু’টি কবিতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

 

কে রাজাকার?

– তানভীর ইরাক
…………………………………………
চিল উড়েছে আকাশে
তাতে আমার কি আসে?
আমি পাখি গাইব গান
ধর্ম আমার এইতো প্রমাণ।
রোদ বৃষ্টি ঝড়
এতো প্রকৃতির প্রাত্যহিক আবির্ভাব।
কে আমি প্রকৃতি গ্রর্হিত
সে নন্দলাল?
আমি বাংলার দামাল ছেলে
আমি উড়াব ঘুড়ি
আমার মাথার উপর ঐ সে নীল আকাশে,
আসুক না কেউ কেড়ে নিতে।
আসিবে যে, তখনইতো দেখবে সবে;
সীমানা পেরিয়ে
এতদিনের মুখোশ পরা
ছিলযে কে, কে রাজাকার?

আমি রাজাকার

-তানভীর ইরাক

…………………………………………………..

আমিও একদিন বিজয়ের গান গাইবো;যে

দিন আমার জয় হবে।

মুক্তিযুদ্ধের ৫০ বছর, গান গাইছে অনেকে;
বিজয় যাদের হয়েছে।
আমিও একদিন বিজয়ের গান গাইবো;
যে দিন আমার জয় হবে।
আজ তুমি আমাকে রাজকার বলতে পার!
তোমার সাথে সুর তুলছিনা বলে।
ভেবে দেখ তুমি, আসলেই কি আমি রাজাকার?
না কি স্বার্থপর তুমি।
একসাথে যুদ্ধ করেছি মুক্তির জন্যে
আজ মুক্তি মেলেছে তোমার; আমি শূন্য।
সুরতো আজ তোমার উঠবেই,
আমাকে রাজাকার বলে কি আর উঠবে সে সুর?
আমিতো স্বাধীন বাংলায় এখনও মুক্তির লড়াইয়ে আছি;
যুদ্ধ চলছে প্রতিনিয়ত।
যেদিন আমার মুক্তি হবে তোমার মত; সেইদিন আমিও মিছিল করবো বাংলার রাজপথে; জয় বাংলা।

২৭ ডিসেম্বর ২০২১ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট