ডেস্ক রিপোর্ট: সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এন পি ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞাপ্তি মাধ্যমে জানা যায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় প্রাথমিক সদস্য পদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
তবে বহিষ্কারের বিষয়ে মন্তব্য জানতে বেলাল হোসেন সুমনকে একাধিকবার কল দিলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। ফলে তাদের মন্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালী জেলার এক বিএনপি নেতা ঢাকা পোস্টকে বলেন, ভাংচুর, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও বহু বিভিন্ন বাড়িতে হামলার অভিযোগ প্রমাণিত হওয়াতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তারা দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হয়েছে। সেই জন্য তাদের বহিষ্কার করা হয়েছে। যাতে সংগঠনের আর কেউ এমন কাজ করতে সাহস না পায়।