প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ২:৩১ পি.এম
আমি রাজাকার; কলমে- তানভীর ইরাক
লেখক- তানভীর ইরাক
আমি রাজাকার
- তানভীর ইরাক
আমিও একদিন বিজয়ের গান গাইবো;
যে দিন আমার জয় হবে।
মুক্তিযুদ্ধের ৫০ বছর, গান গাইছে অনেকে;
বিজয় যাদের হয়েছে।
আমিও একদিন বিজয়ের গান গাইবো;
যে দিন আমার জয় হবে।
আজ তুমি আমাকে রাজকার বলতে পার!
তোমার সাথে সুর তুলছিনা বলে।
ভেবে দেখ তুমি, আসলেই কি আমি রাজাকার?
না কি স্বার্থপর তুমি।
একসাথে যুদ্ধ করেছি মুক্তির জন্যে
আজ মুক্তি মেলেছে তোমার; আমি শূন্য।
সুরতো আজ তোমার উঠবেই,
আমাকে রাজাকার বলে কি আর উঠবে সে সুর?
আমিতো স্বাধীন বাংলায় এখনও মুক্তির লড়াইয়ে আছি;
যুদ্ধ চলছে প্রতিনিয়ত।
যেদিন আমার মুক্তি হবে তোমার মত; সেইদিন আমিও মিছিল করবো বাংলার রাজপথে; জয় বাংলা।
২৭ ডিসেম্বর ২০২১ ইং
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত