1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

যুগ্ম জেলা ও দায়রা জর্জ হিসেবে পদোন্নতি পেয়েছেন নোয়াখালীর শাহীন সিরাজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সুবর্ণ বার্তা অনলাইন ডেস্ক:

নোয়াখালী সুবর্ণচরের কৃতি সন্তান শাহীন সিরাজ যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন। পরবর্তী কর্মস্থল যুগ্ম জেলা ও দায়রা জজ, সাতকানিয়া, চট্টগ্রাম।

ছাত্র জীবন থেকে কর্মজীবনের সর্বস্তরে মেধার সাক্ষর রেখে যাওয়া শাহীন সিরাজ সাহেব যথাক্রমে ভূঞাঁর হাট এম.এ কামাল প্রাথমিক বিদ্যালয়, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, সৈকত সরকারি কলেজ থেকে এইচ.এস.সি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল-এল.বি (অনার্স), এল-এল.এম (ফাস্ট ক্লাস) সম্পন্ন করে ২০০৮ সালে চট্টগ্রামস্থ সাউদার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগাদান করেন এবং ২০১৩ পর্যন্ত শিক্ষকতায় নিয়োজিত ছিলেন । এরই মধ্যে তিনি ২০০৯ সালে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্ত হন।

তৎপরবর্তীকালে তিনি ২০১৩ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় (বিজেএসসি) উত্তীর্ণ হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক কর্মজীবন শুরু করেন।

তিনি কর্ম ও শিক্ষা জীবনে ELCOP, UNICEF, BELLA, ICRC আয়োজিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন।
সর্বশেষ ২০১৮ সালে ভারতের ন্যাশনাল জুডিশিয়ারির একাডেমি (ভূপালে) ও মহারাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন।
তিনি ছাত্র জীবন থেকেই সামাজিক -সাংস্কৃতিক কর্মকাণ্ডের সহিত সম্পৃক্ত। তিনি সুবর্ণচর ছাত্র ফোরাম- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

সুবর্ণচরের ২ নং চরবাটা ইউনিয়নের হাজী মৌলভী ইদ্রিস মিয়া বাড়ীর হাজী মোঃ ইউসুফ ও হাজী হাজেরা খানম দম্পতির ভাইদের মধ্যে তৃতীয় নম্বর। ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন আলোকিত এই সুবর্ণ রত্ন।

শাহীন সিরাজ ব্যক্তিগত জীবনে চট্রগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা সামিনা আক্তার রুমকি সাথে বিবাহ বন্ধনে ঝুড়ি বাধেন। উনার সহধর্মিণী ও একজন আইনজীবী । অরণ্য ও আরাব নামে দুই পুত্র সন্তান জনক তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট