শহীদ শাকিল
লক্ষ্য এবার লক্ষ্যে
যা-ই যাবে যাক
পৌঁছতে হবে আমাদের
যতসব অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে; সত্য ন্যায়ের সমাজ বিনির্মানে।
জানি, তা অতটা সহজ নয়
তবুও, আমাদের এগিয়ে যেতে হবে
অসত্যের বিরুদ্ধে।
আমরা এগিয়ে যাব সাঈদ- শাকিল- রিজভীর মত
আমরা দেখিয়ে দেব তারা মরে নাই,
তারা এখনো জীবিত,
আছে তারা অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে; সত্য ন্যায়ের সমাজ বিনির্মাণের লড়াইয়ে।
আমরা ফিরবোনা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত।
আমরা ফিরবো আমাদের বিজয় নিশান লাল সবুজের পতাকা উড়িয়ে।
১৯ জুলাই, ২০২৪ ইং