কবি জাবের মীর
শীত এলো এলো শীত চারিদিকে নবান্নের মেলা,
পাকা ধানের ঝনঝন শব্দে কি অপরূপ খেলা।
মক্তবের দিকে ছুটছে সোনামণিরা গরম কাপড় গায়ে,
চলার গতি হচ্ছে ভারি শিশির লাগছে পায়ে।
পাশের গ্রাম যাচ্ছেনা দেখা ঢাকা কুয়াশার চাদরে,
ভালোবাসা আর অতি যত্নে প্রকৃতি রেখেছে আদরে।
পূর্ব গগনে উঠছে রবি মৃদু মৃদু আভায়,
উঠানেতে দাড়িয়ে বয়সীরা একটু রোদ পোহাবার আশায়।
কিচিরমিচির শব্দ করে পাখীরা ছাড়ছে তাদের নীড়,
কলসী কাঁধে গাঁয়ের বধূদের দীঘির তীরে ভীড়।
গাছির কাঁধে রসের ঠিলে সুমিষ্ট খেজুরের রস,
সেকেলের মতো নাইকো আজ নেমেছে কিছুটা ধস।
পাকা ধানের দৃশ্যে কৃষকের মুখ ভরা হাসি,
বস্ত্রহীনদের বেড়েছে আতংক শীত যে তাদের ফাঁসি!
বিত্তবানদের শীতের সকাল নব নব আশায় ঘেরা,
বস্ত্রহীনদের একই সকাল সীমাহীন দুঃখ কষ্টে ভরা।